আসিফ নজরুল ও মাহফুজ জানালেন দুজনকে গ্রেফতারের খবর

রাজধানীর মতিঝিলে বুধবার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা।
বুধবার রাতে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে হামলার কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘‘এই ঘটনার বিচার হবে। দুজন ইতোমধ্যে গ্রেফতার হয়েছে।’’
অপরদিকে, উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে লিখেছেন, ‘‘ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদেরও গ্রেফতারের প্রক্রিয়া চলছে। অপরাধের তদন্ত চলবে। কেউ রাজপথে সন্ত্রাস, চাঁদাবাজি চালিয়ে যেতে পারবে না।’’
এর আগে, বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর এই হামলা ঘটে। এতে অন্তত ৯ জন আহত হন, যারা পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। আহতদের মধ্যে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা নামের এক শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য।
‘স্টুডেন্টস ফর ভার্নিটি’ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। তারা পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দ পুনর্বহাল করার দাবিতে বুধবার সকালে এনসিটিবি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তখনই হামলার ঘটনা ঘটে।
হামলার তীব্র নিন্দা জানিয়ে সংগঠনগুলো দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছে।