এলডিপি জুলাই বিপ্লব ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না

এলডিপি জুলাই বিপ্লব ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রধান উপদেষ্টার সঙ্গে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বিষয়ে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদের প্রেস সেক্রেটারি সালাহ উদ্দীন রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। তবে এলডিপি এ বৈঠকে অংশগ্রহণ করবে না। গত মঙ্গলবার, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছিল, এই বৈঠকে জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা হবে এবং কীভাবে সরকার এতে ভূমিকা রাখবে তা সিদ্ধান্ত নেওয়া হবে।