আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের হতদরিদ্র কর্মহীন পরিবার পেল সহায়তা

বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে মহামারী করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও কর্মহীন হয়ে পড়া একশত জন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক খাদ্য সহায়তার চাল, আলু ও তৈল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মধ্য তারিকাটা মাদ্রাসা মাঠে কর্মহীন হতদরিদ্রদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া মানবিক সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।
প্রতিটি পরিবারের মাঝে দশ কেজি চাল, তিন কেজি আলু ও এক লিটার তৈল বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়া আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের কর্মহীন হতদরিদ্র একশত জনকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া মানবিক সহায়তার চাল, আলু ও তৈল বিতরণ করা হয়েছে।