মাতৃভাষা দিবসে আমতলীতে ফ্রি- মেডিকেল ক্যাম্প

মাতৃভাষা দিবসে আমতলীতে ফ্রি- মেডিকেল ক্যাম্প

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমতলীতে ফ্রি- মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা নিলেন সহাস্রাধিক মানুষ।


২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্বচিলা গ্রামে প্রস্তাবিত  রফিক নূরজাহান ট্রাষ্ট হাসপাতালের উদ্যোগে ১০ জন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। 

একই গ্রামের বাসিন্ধা স্বনামধন্য  অর্থোপেডিক্স ও ট্টমা সার্জন ডাঃ রিয়াজ মৃধার গ্রামের বাড়ীতে ওই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। 

অর্থোপেডিক্স ও ট্টমা বিশেষজ্ঞ সার্জন ডাঃ রিয়াজ মৃধা জানান, মহান একুশে ফ্রেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও দিনব্যাপী ফ্রি- মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। 

ওই ফ্রি- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা বৃদ্ধ আফেজ উদ্দিন ও ছকিনা বেগম জানান, মোগো গ্রামের পোলা ডাঃ রিয়াজ মৃধার লইগ্যা মোরা আইজগো গ্রামে বইয়া চিকিৎসা লইতে পারতেছি। দোয়া হরি আল্লাহ যেন ওরে দীর্ঘদিন হায়াতে বাচাইয়া রাহে।

ফি- মেডিকেল ক্যাম্পে শেষে উপস্থিত সকল চিকিৎসক, সেচ্ছাসেবক ও স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে শুভেচ্ছা স্বারক ক্রেস্ট প্রদান করা হয় ।