আড়িয়াল খাঁ নদের ভাঙনে বাবুগঞ্জে নামাজের জামায়াত হচ্ছে রাইস মিলে

আড়িয়াল খাঁ নদের ভাঙনে বাবুগঞ্জে নামাজের জামায়াত হচ্ছে রাইস মিলে

আড়িয়াল খাঁ নদের ভাঙনে মসজিদ ভেঙ্গে বিপাকে পড়েছেন নামাজীরা। মসজিদ না থাকায় নামাজের জামায়াত হচ্ছে রাইস মিলের মধ্যে।

শুক্রবার সন্ধায় মাগরীবের নামাজ পড়তে গিয়ে এমনটাই দেখা গেছে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ছোট মীরগঞ্জ বাজারে। বাজারের একমাত্র মসজিদটি আড়িয়াল খাঁ নদের তীরে হওয়াতে কিছুদিন পূর্বে ভাঙনের কবলে পড়লে স্থানীয়রা সেটি ভেঙ্গে ফেলে। কিন্তু সমস্যা দেখা দেয় মসজিদ পূঃনির্মাণে। মসজিদের নিজস্বঃ কোন তহবিল না থাকাতে অর্থ সংকটে পরে যায় পরিচালনাকারিরা। এতে মসজিদটি পূঃননির্মাণ কাজ বিঘিœত হচ্ছে।

 নামাজের স্থানের বিকল্প না থাকাতে মুসল্লিরা বাজারে অবস্থিত রাইস মিলে জামাতে নামাজ আদায় করছেন বেশ কিছু দিন ধরে। এমনটি জানালেন মসজিদের ঈমাম রিয়াজুল ইসলাম। তিনি বলেন, ছোট মীরগঞ্জ বাজার যতবার ভেঙেছে বাজারের মসজিদও ততোবার ভেঙেছে। মসজিদটি পাঞ্জেগানা হলেও বাজার এলাকার কাছাকাছি আর কোন মসজিদ না থাকাতে গুরুত্ব আনেকটা বেশী। যেখানে আসর, মাগরিব এবং ইশা ওয়াক্তের জমায়াতে প্রায় ৪০জন করে মুসল্লি নামাজ আদায় করেন। বর্তমানে বাজার এলাকার পশ্চিম পার্শ্বে নির্মাণের স্থান নির্ধারন করে কাজ শুরু হয়েছে। চেয়ে চিন্তে কিছু টাকা সংগ্রহ করে নির্মাণ কাজে হাত দেন স্থানীয়রা। প্রতিনিয়ত মুসল্লিদের কাছে হাত পাততে হয় কিন্তু তাতে তেমন ফল পাওয়া যাচ্ছে না। এতে মিল মালিক এবং মুসল্লিরা পড়েছেন মহা বিপাকে। বিষয়টি ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহামুদকে জানালে তিনি মসজিদে আর্থিক সহযোগীতা করার আশ্বাস দেন। 

বছরের শেষের দিকে সরকারি কোন অনুদান নেই তবুও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।