ইউক্রেনের ১০ হাজার সেনা আর নেই

ইউক্রেনের ১০ হাজার সেনা আর নেই

গত ২৪ ফেব্রুয়ারি স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তিন মাসের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে ইউক্রেনের ১০ হাজার সেনা নিহত হয়েছে বলে কিয়েভের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার (১১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ সামাজিক মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন। যুদ্ধের ১০০তম দিনে ইউক্রেন কতজন সেনা হারিয়েছে এমন প্রশ্ন করা হয়েছিল তাকে।

ইউক্রেন বলেছে, যুদ্ধে প্রতিদিন প্রায় ১০০ ইউক্রেনীয় সেনা নিহত এবং আরও শতাধিক সেনা আহত হচ্ছেন।

ওলেক্সি আরেস্টোভিচ বলেছেন, যুদ্ধে ইউক্রেনের চেয়ে রাশিয়ার কয়েকগুণ বেশি ক্ষতি হয়েছে। যুদ্ধে রাশিয়ার ৩০ হাজারের বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সরকার।

এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়া তাদের ক্ষয়ক্ষতির কোনো সরকারি পরিসংখ্যান দেয়নি। তবে গত ২৫ মার্চ রুশ সেনাবাহিনীর পক্ষে থেকে জানানো হয়েছিল, যুদ্ধে রাশিয়ার ১৩৫১ সেনা নিহত হয়েছেন।