বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা দিয়েছে বাবুগঞ্জ টিচার্স ক্লাব

বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা দিয়েছে বাবুগঞ্জ টিচার্স ক্লাব

 

বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা দিয়েছে বাবুগঞ্জ টিচার্স ক্লাব। শিক্ষিত দেশ গড়া, জাতি ও আদর্শের কারিগর হলেন শিক্ষক। পিতা মাতা যেমন সন্তানকে জন্ম দিয়েছেন ঠিক তেমনি ওই সন্তানকে শিক্ষার আলোয় আলোকিত করে গড়ে তুলেছেন শিক্ষক। প্রতিটি সন্তানের জীবনে একজন যোগ্য শিক্ষকের অসামান্য অবদান রয়েছে। আর এই জাতি গঠনের কারিগর অবসরপ্রাপ্ত বাবুগঞ্জে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ জন শিক্ষককে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা শেষে উত্তরীয় পরিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাব।

মঙ্গলবার ২৭ ডিসেম্বর সকাল ১০টায় বাবুগঞ্জ ডিগ্রী কলেজ মিলনায়তনে টিচার্স ক্লাবের উদ্যোগে উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ শাহে আলম এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাষ্টার মোঃ মনোয়ার হোসেন এর সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুলাদী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএম কলেজের সমাজ কর্ম বিভাবেগের সহযোগী অধ্যাপক মোঃ কামরুজ্জামান, বাবুগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম খলিলুর রহমান, ক্ষুদ্রকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদ আহমেদ, সোনার বাংলা হাইস্কুল ও কলেজের সহকারি প্রধান শিক্ষক এসএম শাহজাহান প্রমুখ। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাবুগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ গোলাম হোসেন, মুলাদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমান, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান অরুন, রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র রায়, টিচার্স ক্লাবের যুগ্ম সম্পাক আবু জাফর মোঃ সালেহ, কোষাধ্যক্ষ কাজীএনায়েত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বাবুগঞ্জের ইতিহাসে এই প্রথম অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা দিয়ে সম্মানিত করেছে বাবুগঞ্জ টিচার্স ক্লাব। এই মহতী উদ্যোগে ক্লাবটি প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতে শিক্ষকদের পাশে বাবুগঞ্জ টিচার্স ক্লাব সবসময় থাকার আহবান জানান তারা। 

অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়েছে ডিক্রিরচর সরকারি প্রাঃ বিদ্যালয়'র অবঃ প্রধান শিক্ষক আবদুল মান্নান আকন, সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবঃ সিনিয়র শিক্ষক এস মোবারক আলী, ফরিদগঞ্জ সরকারি প্রাঃ বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক মুক্তি যোদ্ধা আব্দুল মান্নান হাওলাদার, ভূতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান মৃধা, রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর অবঃ প্রধান শিক্ষক এম মতিউর রহমান, বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক মোঃ ইসহাক, ফরিদগঞ্জ বহুমুখী ফাজিল মাদ্রাসার অবঃ সহকারী অধ্যাপক শিক্ষক মাওঃ মুহাম্মদ নেছার উদ্দিন খান, বাবুগঞ্জ ডিগ্রী কলেজের অবঃ উপাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবঃ সহকারী শিক্ষক নুর ই করিমা, বাবুগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের অবঃ সহকারী শিক্ষক আব্দুল হাকিম, মধ্য গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবঃ সহকারী শিক্ষক সৈয়দ সাইদুল ইসলাম হারুন, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আ.ক.মোঃ মিজানুর রহমান, রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবঃ সিনিয়র শিক্ষক মোঃ এনায়েত করিম ফারুক, সরকারি আবুল কালাম ডিগ্রী কলেজের অবঃ সহকারী অধ্যাপক আঃ মান্নান, সরকারি বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবঃ সিনিয়র শিক্ষক আঃ হাকিম, বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক জাকিয়া বেগম, আরজিকালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক মনসুর আহমেদ, বাবুগঞ্জ দাখিল মাদ্রাসার অবঃ সিনিয়র শিক্ষক এসএম সাহিনুল ইসলাম, বাবুগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক দীলিপ কুমার পাল। 

সম্মাননা প্রদানের ধারবাহিকতায় পর্যায়ক্রমে বাবুগঞ্জের সকল অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা দেওয়া হবে বলে অনুষ্ঠানে বাবুগঞ্জ টিচার্স ক্লাবের নেতৃবৃন্দ জানিয়েছেন।