ইউনাইটেড হাসপাতালের করোনা ওয়ার্ডে অগ্নিকাণ্ডে নিহত ৫

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বুধবার রাতে অগ্নিকাণ্ডে এক নারীসহ কমপক্ষে পাঁচজন রোগী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), ভেরুন অ্যান্থনি পল (৭৪), মো. মনির হোসেন (৭৫) এবং মো. মাহাবুব (৫০)।
ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, হাসপাতালের মূল ভবনের বাইরে করোনা ওয়ার্ডে এই আগুনের সূত্রপাত হয়।
তারা জানায়, রাত ৯টা ৫৫ মিনিটের দিকে করোনা ওয়ার্ডে আগুন লাগে এবং ওই সময় আবহাওয়া খারাপ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
পরে ফায়ার সার্ভিসকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয় এবং হাসপাতালের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থার মাধ্যমে ১৫-২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল ইসলাম ইউএনবিকে বলেন, ‘আমরা ৫টি লাশ উদ্ধার করেছি।’
রাত ৯টা ৫৫ মিনিটের দিকে করোনা ওয়ার্ডে আগুন লাগে এবং রাত ১০টা ২৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে ৩টি দমকল বাহিনী কাজ করে।
কামরুল জানান, প্রাথমিকভাবে এসি বিস্ফোরণে আগুন লেগেছে বলে তারা ধারণা করছেন তারা।
এদিকে, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সদর দপ্তর এই ঘটনার তদন্তের জন্য উপ-পরিচালক (ঢাকা) দেবাশিস বর্ধনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বলে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার জানিয়েছেন।
গত বছরের ফেব্রুয়ারিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। হাসপাতালের নতুন ভবনের প্রথম তলায় স্টোররুমে আগুনের সূত্রপাত হয়েছিল বলে জানা গেছে।