বরগুনায় রিদয় হত্যা মামলা,৩ জনের রিমান্ড মন্জ্ঞুর

বরগুনা গোলবুনিয়া বুড়ীশ্বর নদীর পাড়ে পর্যটন কেন্দ্রে ঈদের দিন দুগ্রুপ কিশোরের মধ্য সংঘর্ষে নিহত রিদয়ের জানাজা বুধবার বিকালে গ্রামের বাড়ী বড়লবনগোলায় অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জেলা যুবলীগ সাধারন সম্পাদক সাহাবুদ্দিন সাবু সহ শতশত এলাকাবাসী জানাযায় অংশ গ্রহন করেন। এ সময় এলাকাবাসী রিদয় হত্যার সাথে যারা সত্যিকার ভাবে জড়িত তারা কেউ যেন ছাড়া না পায় এর দাবীর পাশাপাশি নির্দোষ কেউ যেন হয়রানীর শিকার না হয় তার দাবী জানান।
বুধবার বেলা ১২টার দিকে রিদয় হত্যা মামলায় গ্রেফতারকৃত ৭ জনকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল মেজিস্টেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আসামী নোমান কাজী(১৮) হেলাল মৃধা (২৬)ও হেলাল ফকির(২১)। প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মন্জ্ঞুর করেন।
অপর অভিযুক্ত ৪ জন শিশু বয়সের হওযায় তাদেরকে শিশু আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। শিশু আদালতে হাজিরের পূর্ব পর্যন্ত জেল সুপারের তত্বাবধনে ৪জনকে দেয়া হয়েছে।