ইউসেপ বরিশাল টিভিইটি ইনস্টিটিউটের প্রশিক্ষণ সমাপনী ও সার্টিফিকেট বিতরণ

ইউসেপ বরিশাল টিভিইটি ইনস্টিটিউটের প্রশিক্ষণ সমাপনী ও সার্টিফিকেট বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ এর অঙ্গ প্রতিষ্ঠান ইউসেপ বরিশাল টিভিইটি ইনস্টিটিউটে প্রশিক্ষণ সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেকার যুবাদের জন্য তিন মাসব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণের জন্য ওই অনুষ্ঠান আয়োজন করা হয়।
গত ১০ ফেব্রয়ারি ইউসেপ বরিশাল আঞ্চলিক কার্যালয়ে ইলেকট্রিক্যাল ইন্সটলেশন ও মেইনটেনেন্স কোর্স এর প্রশিক্ষণ সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইউসেপ আঞ্চলিক ব্যবস্থাপক খুলনা অঞ্চল মোহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের কর্মকর্তা আনিছুর রহমান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, এসসিএমএফপি মৎস্য অধিদপ্তরের উপপ্রকল্প পরিচালক মো. কামরুল ইসলাম, মো. সামিউল হক, এসসিএমএফপি, এসডিএফ-বরিশাল অঞ্চলের রিজিওনাল কোঅর্ডিনেটর সিরাজুল ইসলাম, রিজিওনাল কর্মকর্তা, এসডিএফ ও ইউসেপ বরিশাল টিভিইটি ইনস্টিটিউটের হেড আব টিভিইটি ইনস্টিটিউট মো. শাহ আলম। 

বাংলাদেশ মৎস্য অধিদপ্তর ও সোস্যাল ডেভেলপমেন্ট ফাইন্ডেশন (এসডিএফ) এর সহযোগিতায় উক্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। বাংলাদেশ সরকারের এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র জেলে পরিবারের যুবাদের হাতে-কলমে প্রশিক্ষণ শেষে শতভাগ কর্মসংস্থান ব্যবস্থা করছে ইউসেপ বাংলাদেশ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে বৃক্ষ রোপন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসডিএফ এর রিজিওনাল অফিসার, কমিউনিটি ফাইন্যান্স আখতারুজ্জামান ও ইউসেপ বরিশাল টিভিইটি ইনস্টিটিউটের বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ।

উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে ইউসেপ বাংলাদেশ সুবিধাবঞ্চিত শ্রমজীবি শিশু কিশোরদের সাধারণ শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাজুয়েটদের কর্মসংস্থানে সহযোগিতা প্রদান করে আসছে।