বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক পাওয়ায় আবৃত্তি শিল্পী লাবু বাপ্পিকে উদীচী-বনার শুভেচ্ছা

বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক পাওয়ায় আবৃত্তি শিল্পী লাবু বাপ্পিকে উদীচী-বনার শুভেচ্ছা

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিম-লীর সদস্য আবৃত্তি শিল্পী আজমল হোসেন লাবু এবং মারিফ আহম্মেদ পাপ্পি বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসেব সংবর্ধিত ও পদকপ্রাপ্তিতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ ও বরিশাল নাটক অভিভূত হয়েছে। এই পদক প্রাপ্তিতে দুই সংগঠনের পক্ষ থেকে গুণি শিল্পীদ্বয়কে শুভেচ্ছা জানানো হয়।

শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরের উত্তর মল্লিক রোডে উদীচী ভবনে আনুষ্ঠানিকভাবে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিম-লীর সদস্য আজমল হোসেন লাবু অন্যান্য গুণি শিল্পীদের সঙ্গে পদক পেয়েছেন। অন্যদিকে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মারিফ আহম্মেদ বাপ্পিকে বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবে বৃষ্টি-দোলা পদকে ভূষিত করা হয়েছে। সংবধিত এই দুই আবৃত্তি শিল্পী বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের সদস্য। আজমল হোসেন লাবু বরিশাল নাটকের সাবেক সভাপতি ও বরিশাল নাটক পরিচালিত আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক এবং মারিফ আহম্মেদ বাপ্পি সংলাপ আবৃত্তি সংগঠনের কর্ণধার।

দুই গণী শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ ও বরিশাল নটক তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।
এদিকে বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবে মরণোত্তর পদক পেয়েছেন উদীচী বরিশাল নাটকের সংগঠক, আবৃত্তির কারিগর একুশে পদকপ্রাপ্ত গুণি নিখিল সেন। একই পদক পেয়েছেন বরিশাল নাটকের এককালের নাট্যশিল্পী বর্তমানে কথা আবৃত্তি চর্চা কেন্দ্র ঢাকার অন্যতম সংগঠক সোহরাব হোসেন তালুকদার। তাদের শ্রদ্ধা জানানোয় উদীচী ও বরিশাল নাটকের পক্ষ থেকে বাংলা আবৃত্তি সমন্বয় পরিষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।
গতকাল আজমল হোসেন লাবু এবং মারিফ বাপ্পিকে দেওয়া ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অ্যাডভোকেট বিশ^নাথ দাস মুনশী, বরিশাল নাটকের সভাপতি কাজল ঘোষ, উদীচী বরিশাল জেলা সংসদের সভাপতি সাইফুর রহমান মিরণ, উদীচী বনার সংগঠক সামসুদ্দিন কামাল, কমল মিত্র, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক সুখেন্দু শেখর, উদীচীর সহসভাপতি আবুল খায়ের সবুজ, বরিশাল নাটকের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সঞ্জয় সাহা, বর্তমান সাধারণ সম্পাদক পার্থ সারথি, উদীচী বরিশালের সাধারণ সম্পাদক ¯েœহাংশু বিশ^াসসহ দুই সংগঠনের সদস্যবৃন্দ।