ইতিহাসের সর্ববৃহৎ লঞ্চ বহর : দক্ষিণের ৫০ লঞ্চের বহর পদ্মার উদ্দেশ্যে

দক্ষিণজনপদের তথা সমগ্র বাংলাদেশের মানুষের বহুল প্রতিক্ষিত ‘পদ্মা সেতু’ উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল ২৫ জুন। ইতিহাসের সর্ব বৃহৎ লঞ্চ বহর নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবে এ জনপদের লাখো মানুষ। লাল সবুজের জাতীয় পতাকা হাতে ৫০টি লঞ্চের বহর যাবে পদ্মা সেতুর নিচ থেকে। আর এ দৃশ্য পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানকে আরো রাঙাবে বলে ধারণা অনেকের।
শুক্রবার (২৪ জুন) রাত ১০ টায় বরিশাল নৌ-বন্দর থেকে ১০টি লঞ্চ পদ্মার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। বাকি লঞ্চ গুলো বিভাগের অন্যান্য জেলা থেকে পদ্মার উদ্দেশ্যে যাত্রা করবে বলে নিশ্চিত করেছে বরিশাল মহানগর আওয়ামী লীগ ও কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু।
তিনি বলেন, ‘আমাদের দক্ষিণাঞ্চল থেকে সেই স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মাত্র একদিন বাকি। দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের রাজনীতির অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহর নেতৃত্বে এই অঞ্চলে যারা এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র এবং পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকদের নিয়ে আলোচনা করেছি। যারা লঞ্চ মালিক আছেন তারা ৫০ থেকে ৫২টি লঞ্চ দিয়েছেন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।
২৪ জুন রাত ১০ টায় আমরা বরিশাল নৌ-বন্দর থেকে রওনা দেবো। আমরা বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে এক লক্ষ মানুষের চমক নিয়ে অংশ নেবো।’ তবে তিনি মনের করেন ইতিহাসে এত বড় লঞ্চের বহর কোথাও হয় নি তাই এই লঞ্চ বহরের মাধ্যমে ইতিহাস গড়তে চায় দক্ষিণের মানুষ।
এ বিষয়ে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, ‘আমাদের একটি স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। আমাদের দক্ষিণাঞ্চলসহ দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে এই পদ্মা সেতু। তাই এই সেতু উদ্বোধনের স্বাক্ষী হতে আমাদের নেতাকর্মীসহ দক্ষিণের ১ লক্ষের অধিক মানুষ অংশ নেবে লঞ্চ যোগে।’
তিনি আরো বলেন, বরিশালের সব থেকে বড় লঞ্চগুলোর মধ্যে থেকে ৫০ টি লঞ্চের বহর যাবে পদ্মায়। ইতিহাসে এমন লঞ্চের বহর হয়নি কোথাও। তাই এই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান আরো আকর্ষণীয় করতে দক্ষিণাঞ্চলবাসীর জন্য চমক নিয়ে আসছে। ওই দিন সবগুলো লঞ্চে মানুষের হাতে আমাদের দেশের জাতীয় পতাকা থাকবে। যেটা উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগবে। ২৫ তারিখ সকালে জাতীয় পতাকা উড্ডীয়মান অবস্থায় আমাদের এই ৫০ লঞ্চের বহর পদ্মা সেতুর নিচ থেকে যাবে। এ সময় দৃষ্টিনন্দন দৃশ্য দেখতে পারবে দেশের মানুষ।’