ইরানের প্রথম গোয়েন্দা জাহাজ 'জাগরোস' উন্মোচন

ইরানের প্রথম গোয়েন্দা জাহাজ 'জাগরোস' উন্মোচন

ইরান প্রথমবারের মতো দেশের ইতিহাসে একটি নতুন অত্যাধুনিক গোয়েন্দা জাহাজ 'জাগরোস' উন্মোচন করেছে। এই জাহাজটি নৌবাহিনীর যুদ্ধ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে জানিয়েছে ইরানীয় কর্তৃপক্ষ।

নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি জানান, 'জাগরোস' গভীর সমুদ্র ও মহাসাগরে ইরানের নজরদারির সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এই জাহাজটি আধুনিক ইলেকট্রনিক সেন্সর, ইন্টারসেপ্টর এবং সাইবার প্রযুক্তিতে সজ্জিত।

সম্প্রতি, ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) একটি বৃহৎ সামরিক মহড়া শুরু করেছে, যা আগামী মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত চলবে। এই মহড়ার লক্ষ্য পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা।

এদিকে, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনা বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য বিভিন্ন বিকল্প উপস্থাপন করা হয়েছে বলে জানা গেছে। তবে, ইরান দাবি করছে, তাদের পরমাণু কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।