গলাকেটে গৃহবধূ হত্যার ঘটনায় তদন্ত চলছ্‍‌ন

গলাকেটে গৃহবধূ হত্যার ঘটনায় তদন্ত চলছ্‍‌ন

মানিকগঞ্জের ঘিওরে লায়লা আরজু (৬২) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আরজু দুই সন্তানের জননী।

বুধবার সকাল ৮টায় উপজেলার বানিয়জুরী ইউনিয়নের রাথুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্বামী সেকেন্দার আলী জানান, তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত ছিলেন। তাকে রেখে তিনি সকালে বাজারে যান। পরে ফিরে এসে দেখেন, আরজুর রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে। তার ধারণা, বাসায় কেউ এসে তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকাল পৌনে আটটার দিকে এক বা একাধিক দুর্বৃত্তরা সেকেন্দার আলীর স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। এ বিষয়ে তারা তদন্ত করছেন।

এ সময়, ডিবি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং রহস্য উদঘাটনের চেষ্টা করছেন বলে জানিয়েছেন।

এদিকে, ঢাকা থেকে সিআইডি ক্রাইমসিনের একটি টিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য ঘটনাস্থলে আসবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে