ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর কলাপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাকে (২৮) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।
বুধবার রাত ১২টার দিকে শেখ জামাল সেতুর টোল পয়েন্টের চেকপোস্ট থেকে ১৩ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গতকাল রাতে জুয়েল মটোরসাইকেলে কুয়াকাটা থেকে কলাপাড়া ফিরছিল। এ সময় তাকে দেখে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে একটি মামলা
ভোরের আলো/ভিঅ/০৩/১২/২০২০