শিশু কন্যা হত্যা করে মায়ের আত্মহত্যার অভিযোগ

শিশু কন্যা হত্যা করে মায়ের আত্মহত্যার অভিযোগ


বরিশালে দুই বছরের শিশু কন্যাকে হত্যা করে মায়ের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।  জেলার মেহেন্দিগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বদরপুর গ্রামের বাড়ি থেকে নিহত শিশু কন্যা  আফরিন ও তার মা সালমা বেগম (২৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে ওই ঘটনা ঘটেছে দাবি পরিবারের। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহষ্পতিবার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলা সদরের বদরপুর এলাকার নিজ ঘর থেকে কন্যা শিশু ও তার মায়ের লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশুর পিতা ও সালমা বেগমের স্বামী আমজাদ হোসেন পেশায় একজন দিনমজুর। 

নিহত গৃহবধূর শ্বাশুড়ি রোকেয়া বেগম জানান, পারিবারিক কলহের জের ধরে বুধবার দিবাগত রাতে তার ছেলে কাঠ ব্যবসায়ী আমজাদ হোসেনের সঙ্গে স্ত্রী সালমা বেগমের ঝগড়া-বিবাদ ও বাকবিতন্ডায় হয়। এর জের ধরে রাতে স্বামী আমজাদ হোসেন তার পাশ্ববর্তী বোনের বাড়িতে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে শ্বাশুড়ি ঘরে প্রবেশ করে ২ বছরের কন্যাশিশু আফরিনের লাশ মেঝেতে দেখতে পেয়ে ডাক-চিৎকার করেন। এসময় প্রতিবেশীরা এগিয়ে এসে খাটের ওপর শিশুটির লাশ এবং ঘরের আড়ার সঙ্গে মায়ের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

তবে পুলিশ নিশ্চিত করে এখনো বলছে না এটি হত্যা না আত্মহত্যা।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবিদুর রহমান জানান, বুধবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে খবর পাওয়ার পর ঘটনাস্থল গিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে শিশু হত্যার কারণ জানা যায়নি। গৃহবধূর লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এটি আত্মহত্যা না কি হত্যা সেটা খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে। এঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে  মূল রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।