ইয়ুথ প্লান ফর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

ইয়ুথ প্লান ফর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন
‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর প্রাণ-প্রকৃতি সাজাই’ এই শিরোনাম নিয়ে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্লান ফর সোসাইটির (ওয়াই.পি.এস) উদ্যোগে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হয়। বৃহষ্পতিবার বেলা ১১টায় নগরের কাশিপুর স্কুল অ্যা- কলেজ চত্বরে বৃক্ষরোপনের মাধ্য মাসব্যাপী ওই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির আগে কাশিপুর স্কুল অ্যা- কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় সচেতনাতামূলক আলোচনা সভা। কলেজের অধ্যক্ষ মামুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ফরিদ আহম্মেদ, দৈনিক ভোরের আলো সম্পাদক সাইফুর রহমান মিরণ, উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জু আরা বেগম, ইয়ুথ প্লান ফর সোসাইটির (ওয়াই, পি.এস) সভাপতি এইচ.এম. আল-আমিন, কাশিপুর স্কুল অ্যা- কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, ওয়াই.পি.এস এর সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ইয়ুথ প্লান ফর সোসাইটির মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি একটি অনন্য উদ্যোগে উদ্যোগ। যুবসমাজ যদি এইভাবে ইতিবাচক কাজে এগিয়ে আসে তাহলে সমাজের অনেক সমস্যা সমাধান করা সম্ভব হবে। আমাদের শিক্ষার্থীদের বাল্য বিবাহ ও মাদকের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে। ইভটিজিং বন্ধে কাজ করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণে তরুন সমাজকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে এগিয়ে আসাতে হবে। জেলা প্রশাসক বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। তাই প্রত্যেকের বাড়ির আঙিনা, ঝোপঝার পরিচ্ছন্ন রাখতে হবে। যাতে এডিস মশার বিস্তার না ঘটতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে। সবাইকে সচেতন করতে হবে। একই সঙ্গে তিনি সকলকে কমপক্ষে একটি ফলদ, একটি বনজ এবং একটি ওষধি গাছ লাগানোর জন্য আহ্বান জানান। পরে তিনি মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বাধন ঘোষণা করেন। একই সময় তিনি কাশিপুর স্কুল অ্যা- কলেজ ক্যাম্পাসে একটি জারুল গাছ রোপন করেন। পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কর্মসূচী শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়াই.পি.এস এর সভাপতি এইচ. এম. আল-আমিন। তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ বিপুল পরিমাণে কার্বনডাই অক্সাইড বৃদ্ধি পাওয়া। তাই পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ব্যাপক হারে বৃক্ষ রোপন করা জরুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথিগণ সমাজ ও পরিবেশের বিভিন্ন বিষয়ের উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং বর্তমান জরুরী ইস্যু ডেঙ্গুর প্রকোপ মোকাবেলার তরুন সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।