ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে সচতনতা কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অনুষ্ঠিত ওই কর্মশালার আয়োজন করে বরিশাল ডিডাব্লিউএফ ম্যাটস।
গতকাল বৃহষ্পতিবার বিকেল তিনটায় নগরের সিএ-বি সড়কে ডিডাব্লিউএফ নার্সিং কলেজ মিলনায়তনে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে সচেতনতায় বিশেষজ্ঞ পরামর্শক ছিলেন, ডিডাব্লিউএফ ম্যাটস এর সহকরী অধ্যাপক সুদীপ কুমার নাথ, প্রভাষক ডা. মো. ফেরদৌস খান, ডা. মো. কাসেদুল ইসলাম নয়ন, বরিশাল আইএইচটির প্রভাষক রাকিব হোসেন, ইসলামী ব্যাংক হাসপাতালের কনসালটেন্ট মো. ইমাম হাসান।
কর্মশালায় ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এর উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় ডিডাব্লিউএফ ম্যাটস্্সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ পত্র বিতরণ করা হয়।
বিকেল সাড়ে চারটায় ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মালা শেষে সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির-মেহেরুন নার্সিং কলেজের চেয়ারম্যান মেহেরুননেসা, ডিডাব্লিউএফ গ্রুপের পরিচালক (প্রশাসন) আব্দুল্লাহ আল মাওদুদ, পরিচালক ফিন্যান্স লিটু আহসান, যুগ্ম পরিচালক হাসিবুল ইসলামসহ ডিডাব্লিউএফ গ্রুপের প্রভাষক এবং ছাত্র-ছাত্রী বৃন্দ।