ঈদযাত্রা নিরাপদ করার দাবি

ঈদযাত্রা নিরাপদ করতে হলে সড়কে আনফিট গাড়ি চলাচল ও চাঁদাবাজি বন্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সংসদ সদস্য শাজাহান খান।
সোমবার (২৮ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘আসন্ন ঈদ ও বিদ্যমান সড়ক যোগাযোগ ব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান খান এ কথা বলেন।
বেসরকারি সংগঠন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি এবং যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ যৌথ আয়োজনে এ আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে।
বিআরটিএ ও বিআরটিসিসহ সড়ক সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার দাবি জানিয়ে শাহজাহান খান বলেন, পরিবহনে ৮০ শতাংশ কমানো হয়েছে। তবে বিভিন্ন শহরে চলন্ত গাড়ি থেকে পার্কিং ফির নামে সিটি করপোরেশন ও পৌরসভাগুলো গাড়িপ্রতি ৩০০-৪০০ টাকা চাঁদা আদায় করছে। এটা বন্ধ করতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া। সড়ক দুর্ঘটনায় পা হারানো সিনিয়র সাংবাদিক নিখিল ভদ্র স্মৃতিচারণ করেন। যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী মাঠ পর্যায়ের অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন।