কালকিনিতে র্যাবের অভিযানে ইয়াবাসহ একজন আটক

মাদারীপুরের কালকিনির পাংগাসিয়া এলাকায় অভিযান চালিয়ে ৮৬ পিস ইয়াবাসহ সুজন সিকদারকে (৩৮) নামে একজনকে আটক করেছে র্যাব-৮।
গত সোমবার রাতে আটক করা হয় তাকে।
আটক সুজন সিকদার ওই উপজেলার দক্ষিণ রাজদী গ্রামের মৃত করম আলী সিকদারের ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কালকিনি থানায় সোপর্দ করে র্যাবের ডিএডি মো. হাতেম আলী বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
গতকাল মঙ্গলবার সকালে র্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে