ঈদ যতই ঘনিয়ে আসছে পটুয়াখালীর দশমিনার শপিংমলগুলোতে ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। উপজেলার বিভিন্ন শপিং কমপেক্স বিতানে ঘুরে দেখা গেছে, প্রখর রোদ আর ঘরম উপেক্ষা করে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। এবার ঈদ মার্কেটে এসেছে হরেক রকম বাহারি ডিজাইনের রং-বেরংয়ের পোশাক। বিক্রেতারা জানান, এ বছর বিদেশি পোশাকের চেয়ে দেশি পোশাকের প্রতি ক্রেতাদের ঝোঁক বেশি। তরুণীদের পছন্দের কিছু ভারতীয় পোশাক বিক্রি হওয়ার বাইরে বিদেশি পোশাকের প্রতি তেমন কোনো আগ্রহ নেই ক্রেতাদের। তরুণ-তরুণীদের পছন্দের পোশাক পাওয়া যাচ্ছে চেয়ারম্যান মার্কেট, জনতা ব্যাংক মার্কেট, নলখোলার বিভিন্ন মার্কেটে ও ফুটপাতের দোকানগুলোতে বিক্রির শীর্ষে রয়েছে মেয়েদের থ্রি-পিস। দেবনাথ বস্ত্রলয়ের বিপ্লোব কুমার দেবনাথ জানান, এবার ঈদ বাজারে ফুলকি, রাজকন্যা, বুবলি, পাঞ্চু, ঢালিসহ বাহারি নামে পোশাক এলেও তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে বুবলি, ফুলকি ও রাজকন্যা। এদিকে এখানকার শাড়ির বাজার দীর্ঘদিন একচেটিয়া দখল করে রেখেছেন দশমিনা বাজারে আবির বস্ত্রালয়, দেবনাথ বস্ত্রালয় ও নলখোলার মোল্লা বস্ত্রালয়। দেবনাথ বস্ত্রালয় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিপ্লাব কুমার দেবনাথ জানান, এবারের ঈদে টাঙ্গাইল জামদানি, টাঙ্গাইল সুতি, পাট জামদানি, মসলিন জামদানি ও কাতান বেশি বিক্রি হচ্ছে। এছাড়াও সিল্ক, বালুচরী ও নানান নামের শাড়ির কদর রয়েছে ক্রেতাদের কাছে।
দশমিনা থানা ওসি এসএম জালাল উদ্দিন বলেন, ঈদকে সামনে রেখে সকল প্রকার নিরাপত্তা ইতিমধ্যে জোড়দ্বার করা হয়েছে। এবং যাতে কোন প্রকার ক্রেতার ও বিক্রেতার অসুবিধা না হয় সে জন্য মার্কেটে আইনশৃখলা বাহিনী টহলে রাখা হয়েছে।