উজিরপুর পৌর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

বরিশালের উজিরপুর পৌর বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার ১৬ আগস্ট বিকাল ৪ টার সময় পৌর বিএনপি'র কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য, উজিরপুর - বানরিপাড়ার বিএনপি'র অভিভাবক এস সরফুদ্দিন আহমেদ সান্টুর উদ্যোগে ও পৌর বিএনপি সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও আলোচনা সভায় পৌর বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক মো: শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব মো: রোকনুজ্জামান টুলু, যুগ্ন আহবায়ক আ: রাজ্জাক সরদার, মো: হেমায়েত উদ্দিন খলিফা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিলন হাওলাদার,সদস্য সচিব মো: জুম্মান শিকদার মোতালেব,পৌর ছাত্রদলের আহবায়ক মো: আলাউদ্দিন বেপারী । আলোচনা সভা শেষে দোয়া ও তবারক বিতরণ করা হয় ।