উজিরপুর বন্দরে ভয়াবহ অগ্নিকান্ড

বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। এতে বন্দরের অন্তত ১০টি দোকান পুরোপুরিভাবে পুড়ে কয়লা হয়েছে বলে ধরানা করা হচ্ছে। আর এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।
আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শিকারপুর বন্দরে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। তবে তাৎক্ষনিকভাবে আগুনের সূত্রপাত কোথা থেকে তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘হঠাৎ করেই শিকারপুর বন্দরে আগুন দেখে ডাক চিৎকার শুরু করে স্থানীয়রা। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাজারের ১০টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরিশাল, উজিরপুর ও গৌরনদী ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে।
তার আগেই বন্দরের বিভিন্ন ধরনের অন্তত ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা। তাদের পাশাপাশি উজিরপুর পৌর মেয়র মো. গিয়াসউদ্দিন এবং উজিরপুর থানা পুলিশসহ এলাকার শত শত মানুষ আগুন নিয়ন্ত্রনে কাজ করছে।