নাগরিকদের কথা শুনবেন মেয়র

নাগরিকদের কথা শুনবেন মেয়র

প্রাচ্যের ভেনিস বরিশাল। এক সময় ভেনিস শহরের মতো অসংখ্য খাল দ্বারা বেষ্টিত ছিল বরিশাল। সেসব আজ ইতিহাস। বরিশালে অনেক সমস্যা যেমন আছে, আবার সম্ভাবনাও আছে। সেই সম্ভাবনার একটি হচ্ছে বরিশালকে ভেনিসে রূপ দিতে স্বপ্ন দেখা। আমাদের নগরের কান্ডারি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সেই স্বপ্ন রয়েছ। তাঁর স্বপ্ন ‘আমরাই গড়বো আগামীর বরিশাল’।

এই স্বপ্ন বাস্তবায়নে মেয়র সাদিক কাজ শুরু করেছেন। তাই তিনি খাল রক্ষায় উদ্যোগ নিয়েছেন। বরিশাল নগরের রাতের ময়লা সূর্য ওঠার আগে পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছেন তিনি। টেকসই উন্নয়ন করার লক্ষে এগিয়ে চলেছেন। নগর ভবনকে দুর্নীতি মুক্ত করেছেন। হোল্ডিং ট্যাক্স নিয়ে বিভ্রান্তি দূর করতে চেষ্টা করে চলেছেন। নগরবাসী নগর ভবনে এসে যাতে কোন ধরণের হয়রানি শিকার না হন সেদিকে কঠোর দৃষ্টি রাখছেন।

এবার মেয়র বরিশালের নাগরিকদের ব্যক্তিগত সমস্যার কথা জানার উদ্যোগ নিয়েছেন। নাগরিকদের সঙ্গে একান্তে কথা শুনবেন মেয়র সাদিক আবদুল্লাহ। সপ্তাহে দুই দিন তিনি নাগরিকদের সঙ্গে একান্তে কথা শুনবেন। ইতিমধ্যে গতকাল রোববার বিকেলে নগরের বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের কথা শুনেছেন। নগরের এনেক্স ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নাগরিক স্বাক্ষতকারে নাগরিকদে ব্যক্তিগত সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানেও উদ্যোগ নিয়েছেন মেয়র। পানির লাইনের আবেদনের ক্ষেত্রে জটিলতা, পানির লাইন থাকা সত্ত্বেও পানি না পাওয়া, লাইন না থাকলেও নিয়মিত বিল প্রদান করাসহ বিভিন্ন সমস্যার সমাধান দেন তিনি। নাগরিক সেবা নিতে আসা নগরবাসীদের বিসিসি’র কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিসহ অন্য কোনো মহল দ্বারা যেন কোনো রকমের হয়রানির শিকার হতে না হয় সেজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। সপ্তাহে ২ দিন বিকাল ৪ টায় মেয়র সাধারণ নাগরিকবৃন্দের সাথে তাদের সমস্যা সমাধানের উদ্দেশ্যে বসবেন ও তা সমাধান করবেন।

মেয়র সেরনিয়াবত সাদিক আবদুল্লাহর এই উদ্যোগে সাদুবাদ জানিয়েছেন নগরবাসী। নাগরিকরা মেয়রের ইতিবাচক সকল উদ্যোগের সঙ্গে থাকতে চায়। যার মাধ্যমে সত্যিই তার স্বপ্ন ‘আমরাই গড়বো আগামীর বরিশাল’ বাস্তবায়ন হবে।