উজিরপুরে আসামি নির্যাতন ঘটনায় মহিলা পরিষদের স্মারকলিপি

উজিরপুরে আসামি নির্যাতন ঘটনায় মহিলা পরিষদের স্মারকলিপি


বরিশাল জেলার উজিরপুর উপজেলায় পুলিশ কর্তৃক নারী আসামীকে শারীরিক ও যৌন নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ, বরিশাল জেলা শাখার পক্ষ থেকে এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শান্তি দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা কমিছি।

 সোমবার জেলা প্রশাসনের কাছে ওই স্মারকলিপি দেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা কমিটি।

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় থানা পুলিশের বিরুদ্ধে নারী আসামীকে রিমান্ডে নিয়ে শারীরিক ও যৌন নির্যাতন করা হয়েছে জাতীয় ও দৈনিক স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং একই সঙ্গে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে চিহ্নিত পূর্বক শাস্তির জোর দাবি জানাচ্ছে।