নতুন পরীক্ষার্থীদের কম্প্রিহেন্সিভ পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি

নতুন পরীক্ষার্থীদের কম্প্রিহেন্সিভ পরীক্ষার শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধিভুক্ত নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকলের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের (নিয়মিত ও অনিয়মিত) এবং বিএসসি ইন নার্সিং কোর্স সম্পন্নকারিদের বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) তারিখ পর্যন্ত ফরম পূরণকৃত) কম্প্রিহেন্সিভ (লাইসেন্সিং/প্রি-রেজিস্ট্রেশন) পরীক্ষা (৬ মার্চ) পরিবর্তে আগামি (২৮ ফেব্রুয়ারি) শুক্রবার বিকাল ৩.৩০টায় নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষার তারিখ ও কেন্দ্র নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন
উল্লেখ্য, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের (পরিবর্তিত নামঃ নার্সিং টেকনোলজিস্ট) বিষয়ে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়-সহ সংশ্লিষ্ট দপ্তরের যৌথ সিদ্ধান্ত যথাযথ বাস্তবায়ন এবং মহামান্য সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন নং-৪৩/২০১৯ এর আদেশের আলোকে সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের আইনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।