উজিরপুরে উদ্ধার হওয়া মরদেহ নারায়ণগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী

উজিরপুরে উদ্ধার হওয়া মরদেহ নারায়ণগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী
বরিশালের উজিরপুরে পরিত্যক্ত একটি পুকুর থেকে উদ্ধার হওয়া মরদেহ নারায়ণগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী নজরুল চৌধুরীর (৪৮)। তিনি গত রোববার (২ জুন) বাসা থেকে দোকানের টাকা ও অলংকার নিয়ে বের হয়ে নিখোঁজ হন। শনিবার (৮ জুন) সকালে তার মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা। নজরুল কুমিল্লা জেলার সালধর এলাকার বাসিন্দা মৃত রুকু মিয়ার ছেলে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) জসিম জানান, সকালে নিহত ব্যক্তির ছেলেসহ স্বজনরা বরিশালে এসে মরদেহ শনাক্ত করেছেন। নিহত ব্যক্তির ভাই মো. সুলতান জানান, তার ভাই নজরুল দীর্ঘ ২০-২৫ বছর ধরে নারায়ণগঞ্জ জেলার বাবুরাইল এলাকায় বাসা ভাড়া করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন এবং স্বর্ণের ব্যবসা করছেন। বাবুরাইল এলাকায় চৈতি জুয়েলার্স নামে স্বর্ণের দোকানের মালিক তিনি। তিনি বলেন, রোববার সকালে বাসা থেকে দোকানের ৫০ হাজার টাকা ও বেশকিছু স্বর্ণ-রুপার অলংকার নিয়ে বের হন তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ থাকলে সোমবার (৩ জুন) তার ছেলে মুন্না চৌধুরী স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তার মোবাইলের সর্বশেষ অবস্থান বরিশালের উজিরপুর এলাকায় পায়। যা নিশ্চিত হয়ে বুধবার (৪ জুন) উজিরপুরে এসে নজরুলের সন্ধান চালানো হলেও কোনো খবর পাওয়া যায়নি। পরবর্তীতে শুক্রবার (৭ জুন) উজিরপুর থানা পুলিশ উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয়ের মরদেহের ছবি আমাদের পাঠান। যা থেকে প্রাথমিকভাবে নিশ্চিত হয়ে শনিবার বরিশালে গিয়ে মরদেহ শনাক্ত করি। স্বজনরা জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত হচ্ছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে। স্বজনদের দাবি, নজরুলকে অপহরণ করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক বাংলানিউজকে জানান, নজরুলের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে তার গলায় একটি গামছা পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ যাবে।