লঞ্চের ডেকে তোষক-চাদর বিছিয়ে আসন বিক্রি করায়, আটক ১
ajkalerbarta
Jun 8, 2019 - 21:44
Updated: Jun 8, 2019 - 21:44
শনিবার (০৮ জুন) সন্ধ্যায় বরিশাল নদী বন্দরে ভেড়ানো অবস্থায় কীর্তনখোলা-১০ লঞ্চে অভিযান চালিয়ে ওই স্টাফকে আটককরা হয়।
কীর্তনখোলা-১০ লঞ্চের মাস্টার নূরুল ইসলাম ভোরের আলোকে জানান, আটক মনির ওই লঞ্চের গ্রিজার হিসেবে কর্মরত।
বরিশাল নদী বন্দরের কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার বলেন, যাত্রীরা বিনামূল্যে নিজ দায়িত্বে লঞ্চের ডেকের জায়গা নির্ধারণ করেন-এটিই নিয়ম। নির্ধারিত ভাড়া ছাড়া তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না।
‘কিন্তু ঈদের সময় কিছু অসাধু ব্যক্তি ডেকের জায়গা দখল করে চাদর ও তোষক বিছিয়ে চড়া দামে যাত্রীদের জিম্মি করে তাদের কাছে তা বিক্রি করে থাকে। এ বিষয়ে লঞ্চ মালিক ও স্টাফদের সতর্ক ধাকার জন্য বলা হয়েছে।’
সন্ধ্যায় লঞ্চে অভিযান চালিয়ে এ রকমই একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে সন্ধ্যায় মুচলেকা রেখে আটক ওইব্যক্তিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নৌবন্দরের শ্রমিক ইউনিয়নের নেতারা।