উজিরপুরে পুলিশের বাধাঁ উপেক্ষা করে বিএনপি’র মিছিল-সমাবেশ

উজিরপুরে পুলিশের বাধাঁ উপেক্ষা করে বিএনপি’র মিছিল-সমাবেশ

বরিশালের উজিরপুর উপজেলায় পুলিশের বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। দেশব্যাপী দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধগতি এবং খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উজিরপুর উপজেলা ও পৌর শাখা বিএনপি’র উদ্যোগে  শনিবার সকাল ১১টায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উপজেলা সদরের বিএনপি কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আ. মাজেদ তালুকদার। 

সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বাদশার সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন সাধারন সম্পাদক মো. হুমায়ন খান, সহ-সভাপতি এস.এম আলাউদ্দিন, পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম খান এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আ ফ ম শামসুদ্দোহা আজাদ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী বিভিন্ন সংগঠনের কয়েকশ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এদিকে বিক্ষোভ সমাবেশকে ঘিরে গতকাল সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা চত্তরে জড়ো হলে তাদের বাঁধা দেয় পুলিশ। পুলিশের বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেন তারা।