কলাপাড়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল

কলাপাড়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ। 

শনিবার সকাল  ১০টার দিকে উপজেলা যুবলীগ এ কর্মসূচি পালন করে। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরিপট্টিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান সাইদ। এছাড়া একই দিন সকালে মহিপুর থানা যুবলীগের উদ্যোগে মৎস্য বন্দর মহিপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।