উজিরপুরে প্রধান শিক্ষকের সনদ জালিয়াতির তদন্ত করবে প্রশাসন

উজিরপুরে প্রধান শিক্ষকের সনদ জালিয়াতির তদন্ত করবে প্রশাসন

 

উজিরপুর উপজেলার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হক সরদারের বিরুদ্ধে সনদ জালিয়াতি এবং এমপিওর বিষয়ে তদন্ত করবে উপজেলা প্রশাসন। দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

গতকাল মঙ্গলবার দৈনিক ভোরের আলো পত্রিকায় ‘প্রধান শিক্ষকের সনদ জালিয়াতি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস বলেন, উজিরপুরে প্রধান শিক্ষকের সনদ জালিয়াতি! এমপিওর বৈধতা নিয়ে প্রশ্ন' শিরোনামে সংবাদ তিনি দেখেছেন। দুই-একদিনের মধ্যে মাধ্যমিক শিক্ষা অফিসারকে এ বিষয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে শিক্ষা অধিদপ্তরকে ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে।

উজিরপুর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হক সরদারের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ উঠেছে। সনদ জালিয়াতি ছাড়াও তার প্রধান শিক্ষক পদে চাকুরী ও এমপিওর বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সবিস্তর প্রতিবেদন প্রকাশ করে দৈনিক বরিশাল ভোরের আলো পত্রিকা। এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।