উজিরপুরে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২

উজিরপুরে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২

বরিশালের উজিরপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও আহত হয়েছেন অন্তত ১২ জন।

রবিবার (২৬ সেপ্টেম্বর) উজিরপুর নতুন শিকারপুর বাসস্ট্যান্ডের কাছে বিকাল  সাড়ে পাঁচটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ধামসর গ্রামের নির্মল হালদারের ছেলে নিক্সন হালদার (৩০) নিহত হয়। এসময় আহত হয় অন্তত ১২ জন। দুর্ঘটনার পরে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে ছেড়ে আসা তুহিন পরিবহন এবং বরিশাল থেকে ছেড়ে আসা লোকাল পরিবহন জিসান ক্ল্যাসিক নামের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তুহিন পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশ দিয়ে চলা ওই সাইকেল আরোহী নিক্সন হালদারকে পিষ্ট করে রাস্তার পাশে থাকা একটি বসত ঘরের উপর পরে। এ সময় ওই ঘরে কোন লোকজন ছিল না।


উজিরপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মাহাবুব আলম জানান, দুর্ঘটনার কথা শুনে আমরা ঘটনাস্থলে এসে একজনকে নিহত অবস্থায় পেয়েছি এবং জানতে পেরেছি প্রায় ১২জনকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি বগুড়া থেকে আসা তুহিন পরিবহন এবং লোকাল যাত্রীবাহী জিসান পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। যাতে মহাসড়কের পাশ দিয়ে চলা একজন সাইকেল আরোহী নিহত হন এবং আহত হন অন্তত ১২জন। ঘটনাস্থলে পরিদর্শন করেন, উজিরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন বেপারী, বামরাইল ইউনিয়ন চেয়ারম্যান ইউসুফ হাওলাদার, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান সরোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী সহ আরও অনেকে।