ডিজে পার্টি থামাতে গিয়ে হামলার শিকার পুলিশ

ডিজে পার্টি থামাতে গিয়ে হামলার শিকার পুলিশ

গাজীপুরের কাপাসিয়া সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে বুধবার রাতে নৌকায় আনন্দভ্রমণের নামে উচ্চশব্দে গান-বাজনা, অশ্লীল নৃত্য, উশৃঙ্খলতা-গণউপদ্রব এবং পুলিশের ওপর হামলার অভিযোগে ডিজে পার্টির ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

কাপাসিয়ায় থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান জানান, গাজীপুরের কালীগঞ্জ উপজেলা থেকে বুধবার একটি ট্রলার নিয়ে ৪০/৪৫ জন আনন্দভ্রমণে যায় শ্রীপুরের বর্মী এলাকায়। ভ্রামণকালে তারা উচ্চশব্দে মাইক ও গান বাজিয়ে অশ্লীল নৃত্য, উশৃঙ্খল আচরণ করছিলো। পরে শীতলক্ষ্যা নদী দিয়ে কালীগঞ্জ ফেরার পথে কাপাসিয়ার সাফাইশ্রী গুদারাঘাট এলাকায় পৌঁছালে ৯৯৯ নম্বরে ফোন পায় কাপাসিয়া থানা পুলিশ।

এ সময় কাপাসিয়া থানার তিন পুলিশ সদস্য একটি ছোট ট্রলার নিয়ে তাদের বারণ করতে গেলে আনন্দভ্রমণে যাওয়া বড় ট্রলারের যাত্রীরা পুলিশের ছোট ট্রলারে লগি-লাঠি দিয়ে হামলা চালায় এবং পানি ও কোল্ড ড্রিংসের বোতল ছুড়তে থাকে। এক পর্যায়ে পুলিশের ছোট ট্রলারটি পুলিশসহ পানিতে তলিয়ে যায়। পরে ছোট ট্রলারের মাঝি ও পুলিশ সদস্যরা কোনরকমে সাঁতরে পাড়ে উঠে প্রাণে রক্ষা পায়।

তাদের হামলায় পুলিশের ট্রলারের মাঝির একটি পা ভেঙে গেছে এবং পানিতে পুলিশের মোবাইল ফোন ও ওয়্যারলেস সেট অকেজো হয়ে যায়। পরে পুলিশ স্থানীয়দের মোবাইল ফোন দিয়ে ৯৯৯ এ কল করে থানা থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে রাত সোয়া ১০টার দিকে ওই নৌকাকে ধাওয়া করে আটক করে। এ সময় দুই নারীসহ ১৪ জন যাত্রীকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় কাপাসিয়া থানার এসআই মো. সাজ্জাদুল আলম বাদী হয়ে পুলিশের সরকারি কাজে বাধা ও হামলা, গণউপদ্রপ সৃষ্টি, পুলিশবাহী ট্রলারের ক্ষতি ও ট্রালারের মাঝি আহত হওয়ার অভিযোগে বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ দিন দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।