বরিশালের বাকেরগঞ্জে এ্যাম্বুলেন্স চাপায় যুবক নিহত

বরিশাল-পটুয়াখালী সড়কের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজার সংলগ্ন এলাকায় এ্যাম্বুলেন্স চাপায় রিপন খান (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। রোববার বেলা পৌনে ১১টায় দুর্ঘটনায় নিহত রিপন ঝালকাঠির নলছিটি উপজেলার কুসঙ্গল ইউনিয়নের বাবুল গ্রামের মৃত চাঁন খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিপন তার ছোট ভাইকে সাথে নিয়ে বোয়ালিয়া বাজারে কেনাকাটা করে বাসায় ফিরছিলেন। বোয়ালিয়া ব্রিজের ঢালে নামার পর পটুয়াখালী থেকে বরিশালগামী একটি এ্যাম্বুলেন্স তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। এ্যাম্বুলেন্সটি আটক করা হয়েছে। এ্যাম্বুলেন্স চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।