উজিরপুরে সড়কের পাশে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

বরিশালের উজিরপুরের সোনারবাংলা এলাকায় মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে নারী একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। রোববার সকালে সড়কের পাশেই সন্তান প্রসাব করে সে।
ফুটফুটে সুন্দর নবজাতককে দত্তক নিতে একাধিক মানুষ সেখানে জড়ো হন। তবে মানসিক ভারসাম্যহীন ওই নারী তার নবজাতক সন্তানকে আগলে রাখেন। ওই নবজাতকের পিতৃ পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উজিরপুর থানার ওসি মো. জিয়াউল আহসান।
স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারী দির্ঘদিন ধরে ওই উপজেলার সোনারবাংলা বাজারসহ ঢাকা-বরিশাল মহাসড়কের আশপাশ এলাকার দোকানঘরের সামনে রাত্রীযাপন করতো। গতকাল সকালে একটি ফুটফুটে সন্তান প্রসব করে সে।
উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, মা ও নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শওকত হোসেন জানান, মা ও নবজাতক তাদের তত্ত্ব¡াবধানে রয়েছে। তারা উভয়ে সুস্থ্য আছেন।