উজিরপুরে হামলায় আহত ১, ইউপি সদস্যকে প্রান নাসের হুমকি

উজিরপুরে হামলায় আহত ১, ইউপি সদস্যকে প্রান নাসের হুমকি

বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের  ধামুরা গ্রামের   সন্ত্রাসী বাহিনীর প্রধান  চাঁদাবাজ,  মাদক সেবী   মইন কাজীর হামলায় আহত ১ ছাত্র । আহত ছাত্র উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে । 

২৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে হামলার ঘটনা ঘটে । আহতর  চাচাত ভাই ইউপি সদস্য প্রতিবাদ করায়  প্রান নাসের হুমকি, আতঙ্কে ইউপি সদস্য সহ তার পরিবার । আহত ও স্থানীয়দের অভিযোগ  সূত্রে জানাযায় উত্তর ধামুরা গ্রামের  আলাউদ্দিন মোল্লার পুত্র ইলিয়াস মোল্লা, ভেকু ও ড্রেজার ব্যবসায়ীর কাছে  ১ মাস পুর্বে মধ্যে ধামুরা গ্রামের আ: জলিল কাজীর  পুত্র মইন কাজী (২৮) সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক সেবী, এলাকার ত্রাস,সন্ত্রাসী বাহিনীর প্রধান ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন ।  চাঁদা না দেওয়ায় ৭/৮ দিন পুর্বে ধামুরা অবদা রাস্তার উপর মার্কেটে ফালাইয়া মারধর করে এবং পকেটে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়া নিয়া যায়। এনিয়ে  স্থানীয়রা আপস মিমাংসা  করে দেয় । কিন্তু আপস - মিমাংসা হওয়ার পরেও আবারও চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে খুন 

জখম করার হুমকি দিয়ে থাকে ।  ব্যবসায়ী ইলিয়াস মোল্লার ছোট ভাই ইমরান মোল্লা (২০) চাঁদা দাবির প্রতিবাদ  করায় ২৫ তারিখ শনিবার দুপুর ১২ টার সময় উত্তর ধামুরা গ্রামের জলিল মৃধার চায়ের দোকানের সামনে থেকে মটরসাইকেল যোগে উঠাইয়া ধামুরা মিঞা বাড়ীর পিছনে খালপার নিয়া যায় এবং আটক রাখিয়া মারধর করে  । আহত এইচ এস সি পাশ ছাত্র ইমরান মোল্লা বলেন আটক রেখে মারধর করাসহ আমাকে বলেন তোর ভাইয়ের কাছে ১ লক্ষ টাকা চাঁদা  আনিয়া দিবি , নতুবা তোকে খুন করিয়া লাশ খালে ভাসাইয়া দেব বলিয়া হুমকি দেয়। মারধর করার সময় ডাক চিৎকার দিলে  আশেপাশের লোকজন আগাইয়া আসলে তাদেরকে হুমকি দেয় বলিয়া জানান । আহত ইমরান মোল্লার চাচাত ভাই ইউপি সদস্য সান্টু মোল্লা জানান আমার চাচাতো ভাইদের কাছে টাকা দাবি করে, আমি এর প্রতিবাদ করায় বিভিন্ন সময় আমাকে খুন  জখম করার হুমকি দেয়। অনেক সময় দেশীয় তৈরি ধারালো অস্ত্র নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে  আমাকে খুন জখম করার জন্য । তার অনেক সাক্ষী প্রমান রয়েছে । নাম প্রকাশে অনিচ্ছুক  একাধিক এলাকাবাসী জানিয়েছেন মইন কাজী এলাকার ত্রাস, মাদক সেবী, চুরি করা ও তার রয়েছে সন্ত্রাসী বাহিনী । আরও বলেন নিম্ন আয়ের ও সাধারন মানুষ  এলাকায় আতঙ্কে বসবাস করে থাকে । কারন এলাকার প্রভাব শালী কাজী বংশের সন্তান। 

এই কারনে কেউ প্রতিবাদ করতে সাহস পায়না । মইন কাজী ও তার সন্ত্রাসী বাহিনী কবল থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী । আহতর ঘটনায় উজিরপুর  থানায় কোন অভিযোগ হয়নি, তবে বরিশাল আদালতে মামলা করবে বলে জানিয়েছেন আহতের পরিবার  ।