উজিরপুরে ৬ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

উজিরপুরে মঙ্গলবার (২১ জুলাই) ৬ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহে আলম তালুকদার। উজিরপুরের দঃ বড়াকোঠা সঃ প্রাঃ বিদ্যালয়ের ২তলা ভবন, উত্তর গরিয়াগাভা সঃ প্রাঃ বিদ্যালয়ের ২তলা ভবন, গরিয়াগাভা সঃ প্রাঃ বিদ্যালয়ের ২তলা ভবন, চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের ২তলা ভবন, বরতা সৈয়দ গনি আহমেদ সঃ প্রাঃ বিদ্যালয়ের ৫ রুম বিশিষ্ট ১তলা ভবন, খোলনা শহীদ স্মৃতি সঃ প্রাঃ বিদ্যালয়ের ৫ রুম বিশিষ্ট ১তলা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এ সময় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষার উন্নয়নে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী কে এম রেজাউল করিম, বড়াকোঠা ইউপি চেয়ারম্যান এড. সহিদুল ইসলাম মৃধা সহ আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া আরও উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম সরদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন মোল্লা, এশিয়ান টিভির বানারীপাড়া প্রতিনিধি জহিরুল ইসলাম টুকু সহ উক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।