উদীচী বনার মঞ্চশিল্পী বেলা আলী আর নেই

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশালে সংসদ ও বরিশাল নাটকের সদস্য এক সময়ের যাত্রা ও মঞ্চশিল্পী, স্বাধীনতা উত্তোর ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ বরিশালের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা প্রয়াত আরব আলী মিয়ার স্ত্রী সামসুন্নাহার খান বেলা (বেলা আলী) মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না... রাজেউন।
বুধবার রাত পৌনে আটটায় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিন এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ এবং বরিশাল নাটক গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।
সামসুন্নাহার খান বেলা এক সময় যাত্রামঞ্চে অভিনয় করতেন। তাঁর স্বামী আরব আলী মিয়ার যাত্রাদলে তিনি অভিনয় করতেন। পরবর্তী সময় আরব আলী মিয়া যাত্রাদল ছেড়ে দেন। দুজনই প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত হন। এক পর্যায়ে স্বামী-স্ত্রী দুজনই বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্য হন। যাত্রা মঞ্চ ছেড়ে দিলেও বেলা আলী মঞ্চ ছাড়েননি। তিনি বরিশাল নাটকের সঙ্গে নাটকে অভিনয় শুরু করেন। বরিশাল নাটকের দ্বিতীয় প্রযোজনা আবর্ত নাটকে অভিনয়ের মধ্য দিয়ে নাটকের মঞ্চে প্রবেশ করেন। এরপর তিনি উদীচী ও বরিশাল নাটকের একজন হয়ে ছিলেন।