উদীচী বরিশাল নাটকের আয়োজনে ৭ মার্চের ভাষণের সুবর্ণ জয়ন্তি পালন

১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রমনার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) অনুষ্ঠিত জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত ভাষণেরও ৫০ বছর পূর্ণ হয়ছে। যে ভাষণ আজ বিশ^ ইতিহাসের অনবদ্য দলিল হয়ে গেছে। যাকে বলা হয় ইউনেস্কোর প্রামান্য দলিল। এই অর্জনের সঙ্গে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতারও ৫০ বছর পূর্ণ হয়েছ।
এই অনবদ্য ভাষণের কারিগর জাতির পিতার জন্ম শতবর্ষ, ৭ মার্চ, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তি উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ ও বরিশাল নাটক বছরব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তির সূচনা করেছে।
গতকাল রোববার সন্ধ্যা সাতটায় নগরের সরকারি বরিশাল কলেজ প্রাঙ্গনে আয়োজন করে কথা, গান, আবৃত্তি অনুষ্ঠানের।
সন্ধ্যা সাতটায় লাল-সবুজের পতাকা জাতীয় পতাকার প্রতি শ্রদ্বা নিবেদন করে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর সূচতা বক্তব্য দেন উদীচী ও বরিশাল নাটকের সংগঠক অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল। একই সঙ্গে তিনি কাজী নজরুল ইসলামের ‘নমঃ নমঃ নমঃ বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর’ এই কবিতাটি আবৃত্তি করেন। এরপর আবৃত্তি, কথা গানে সুবর্ণজয়ন্তির সুচনা অনুষ্ঠান চলতে থকে।
৭ মার্চের ভাষনের ওপর কথা বলেন, সেক্টর কমা-ারস ফোরাম বরিশাল বিভাগের সভাপতি মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ। কথা বলেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অধ্যাপক বদিউর রহমান, শিশু সংগঠক খেলাঘর বরিশাল জেলার সাবেক সভাপতি জীবন কৃষ্ণ দে, অ্যাডভোকেট লস্কর নূরুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি অধ্যাক্ষ মো. মিজানুর রহমান, উদীচী বরিশালের সাধারণ সম্পাদক ¯েœহাংশু বিশ্বাস, বরিশাল নাটকের সাধারণ সম্পাদক পার্থ সারথি।
আবৃত্তি পরিবেশন করে বরিশাল নাটক পরিচালিত আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের শিশু ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। একক আবৃত্তি পরিবেশন করেন, খেয়ালী গ্রুপ থিয়েটারের সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিম-লীর সদস্য শুভংকর চক্রবর্তী, বরিশাল নাটকের সভাপতি কাজল ঘোষ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিম-লীর সদস্য আজমল হোসেন লাবু, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মারিফ আহম্মেদ বাপ্পি, অধ্যাপক মিবল চক্রবর্তী, কবিতার ক্লাশ আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সোনিয়া আল আকসা, বরিশাল নাটকের সহসভাপতি কাজী সেলিনা, শহীদ আবদুর রব সেরনিয়াবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন, বরিশাল নাটেকের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সঞ্জয় সাহা, আবৃত্তি শিল্পী লিটু দত্ত, বরিশাল নাটকের সুজয়সেন গুপ্ত, জিয়াউর রহমান, রাখী শায়ন্তনী, সংলাপ আবৃত্তি সংগঠনের মার্জিায়া বিনতে সালাম মৌরী, ব্রজমোহন থিয়েটারের মৌমিতা বিনতে মিজান, কবিতার ক্লাশ আবৃত্তি চর্চা কেন্দ্রের নূরনবী ইসলাম দীপ।
সঙ্গীত পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি গণসঙ্গীত শিল্পী অ্যাডভোকেট বিশ্বনাথ দাস মুনশী, কমল ঘোষ এবং উদীচীর শিল্পীবৃন্দ।