উপমন্ত্রী এনামুল হক শামীমের সঙ্গে যুবলীগ, ছাত্রলীগের সৌজন্য সাক্ষাৎ

পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম-এমপি বরিশালে সরকারি সফরে এলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন মহানগর ও সদর উপজেলার যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা।
গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা বরিশাল চাদঁমারী পানি উন্নয়ন বোর্ড রেস্টহাউজ প্রাঙ্গনে বরিশাল মহানগর ও সদর উপজেলার ১০টি ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগেরসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ।
এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুনসহ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন, মহানগর ছাত্রলীগের নেতা মাহাদসহ বরিশাল মহানগর ও সদর উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম-এমপি নেতা কর্মদের বলেন, দলের আদর্শ মেন সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দলের তরুন নেতা কর্মদের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সকলে দেলর জন্য দেশের জন্য আদামের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার জন্য কাজ করে যেতে হবে । যাতে আমাদের উন্নয়ন আরও ত্বরান্বিত হয়।