এক যোগে ৮ হাজার হলে মুক্তি পেল ‘আরআরআর’

অবশেষে মুক্তি পেয়েছে বাহুবলির নির্মাতা এস এস রাজমৌলির বহুল আলোচিত বিগ বাজেটের সিনেমা আরআরআর।
আজ শুক্রবার বিশ্বের প্রায় ৮ হাজার হলে মুক্তি পেয়েছে ছবিটি।
ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, হাইপ বিবেচনা করে ‘আরআরআর’ সারা বিশ্বে খুব বিস্তৃতভাবে রিলিজ হয়েছে। ভারতে হিন্দি সংস্করণে এটি প্রায় ৩২০০ হলে মুক্তি পেয়েছে। দক্ষিণের যে কোনো জায়গায় এটির স্ক্রিন ৩ থেকে সাড়ে ৩ হাজারের মধ্যে।
ভারতের বাইরে ছবিটি ১৭৫০টি হলে দেখা যাবে। সব মিলিয়ে সিনেমাটি বিশ্বব্যাপী ৮ হাজারেরও বেশি স্ক্রিনে মুক্তি পাবে। এছাড়াও বিশ্বব্যাপী ১০০টিরও বেশি প্রেক্ষাগৃহে আইএমএএক্স স্ক্রিনে মুক্তি পাবে ‘আরআরআর’।
শোনা যায়, মুক্তির আগেই ৪০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। স্বত্ত্ব বিক্রির মাধ্যমে এই আয় হয়েছে।
এ সিনেমাতে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় দুই তারকা জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে বলিউড সুপারস্টার অজয় দেবগান ও গাঙ্গুবাই খ্যাত আলিয়া ভাটকে।