আস্থার প্রতীক হয়ে সদা জাগ্রত আছি : বিএমপি কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, আমরা পুলিশ; আমরা আপনাদের সুখে-দুখে, নানান প্রতিকূলতায় আপনাদের পাশে আস্থার প্রতীক হয়ে সদা জাগ্রত আছি।
সোমবার বেলা ১১ টায় কাউনিয়া থানা চত্বরে আয়োজিত 'ওপেন হাউজ ডে' তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে পুলিশকে জনগণের সত্যিকারের বন্ধু হিসাবে জনগণের পাশে থাকার দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মো. এনামুল হক বলেন, আপনারা আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা ও নানান অসঙ্গতির তথ্য আমাদের কাছে তুলে ধরুন, যাতে করে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারি। তবেই ওপেন হাউজ ডে আয়োজন সার্থক হবে।
এসময় উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মনজুর রহমান শিশু-কিশোরদেরকে অপরাধ মুক্ত, আইন মান্যকারি সুনাগরিক হিসাবে গড়ে উঠার জন্য ওপেন হাউজ ডে তে আগত অভিভাবকদেরকে সন্তানদের দায়িত্বভার যথাযথ ভাবে পালন করান জন্য আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা-লায়লা, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা) শারমিন সুলতানা রাখি, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) মাসুদ রানা, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিমসহ থানার অফিসার ও ফোর্সবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দসহ থানা এলাকার সকল শ্রেণি পেশার মানুষ।