একক ভাইয়ের স্লোগান চাই না

একক ভাইয়ের স্লোগান চাই না

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এ নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সূতিকাগার। এ নারায়ণগঞ্জ থেকে এক সময়ে মিছিল না গেলে আন্দোলন হতো না। আজকে এ সম্মেলনে এসে দেখলাম শুধু ভাইয়ের স্লোগান। নামে নামে স্লোগান না, শেখ হাসিনার নামে স্লোগান দিতে হবে। 

তিনি আজ নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন।

আইভী বলেন, এখানে আসার পর দেখলাম শুধু ভাই আর ভাইদের স্লোগান। নেত্রীর স্লোগান দেখলাম না। নেত্রী আমাদের ভরসা। তার স্লোগান দিন। তিনি না থাকলে আমরা কেউ থাকতে পারবো না। সুতরাং সামনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে নেত্রী ও সরকারের অবদান তুলে ধরতে হবে। নারায়ণগঞ্জে আমরা খুন, গুম, হত্যার রাজনীতি বন্ধ করে সাধারণ মানুষের রাজনীতি চাই।