বরিশালে জাতীয় পার্টির উপজেলা দিবস পালন

বরিশালে জাতীয় পার্টির উপজেলা দিবস পালন

বরিশালে র‌্যালি এবং সমাবেশের মধ্য দিয়ে উপজেলা দিবস পালন করেছে জাতীয় পার্টি।

এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় সংগঠনের বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীর দক্ষিণ সদর রোডের চৌধুরী বাড়ির দলীয় কার্যালয় চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা প্রকৌশলী ইকবাল হোসেন তাপস।

বিশেষ অতিথি ছিলেন জেলা জাপা সদস্য সচিব এমএ জলিল, মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম গফুর, রুস্তম আলী খান, ফোরকান তালুকদার, কামরুজ্জামান চৌধুরী কামাল, জেলা জাপা যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম খোকন, নজরুল ইসলাম হেমায়েত ও আব্দুল আলিম মাস্টারসহ অন্যান্যরা। 

সমাবেশে বক্তারা বলেন, উপজেলা ব্যবস্থা সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের অন্যান্য সৃষ্টি। উপজেলা ব্যবস্থার উপর দাঁড়িয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। গণতন্ত্রহীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা প্রয়োজন। পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শুরু হয়েছে। এই লড়াইয়ে শামিল হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা। 

সমাবেশ শেষে দলীয় কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।