একদিনে সড়কে ১৩ নিহত

একদিনে সড়কে ১৩ নিহত

দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩ জন।

বগুড়ায় অটোরিকশা-ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ ৩, গাইবান্ধায় বাসের ধাক্কায় বাইক আরোহী বাবা-ছেলে, ঝিনাইদহে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২, নাটোরে বাসের চাপায় ১ মোটরসাইকেল আরোহী, ফরিদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ১ শিশু, ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ১ তরুণ, নওগাঁর মান্দায় পিকআপের ধাক্কায় ১, পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ১ শিক্ষক ও মাদারীপুরের রাজৈরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১ শিশু নিহত হয়েছেন। 

বগুড়া: বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন শিশু। মঙ্গলবার সকাল আটটার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে বগুড়া সদর উপজেলার এরুলিয়া মণ্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত তিনজন হলেন অটোরিকশাচালক বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট গ্রামের আমিনুল ইসলাম ওরফে তোতা (৫৪) এবং অটোরিকশার যাত্রী শিশু আশামণি (৭) ও খাদিজা বেগম (২)।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালক মারা যান এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুই শিশুর মৃত্যু হয়। ওই দুই শিশু মা-বাবার সঙ্গে অটোরিকশায় করে বগুড়ার চারমাথায় যাচ্ছিল।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে দুপচাঁচিয়া থেকে যাত্রী নিয়ে বগুড়ার চারমাথায় আসছিল অটোরিকশাটি। এদিকে চারমাথা আড়তে মাছ বিক্রি করে ফিরছিল ভটভটি। এরুলিয়া এলাকায় অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়।

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে প্রাণ হারিয়েছেন।মঙ্গলবার সকালে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের উপজেলার মাঠেরহাট বাজারে এ ঘটনা ঘটে বলে পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা জানান।নিহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার খোর্দকোমরপুর ইউনিয়নের জানিপুর গ্রামের আতোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান নয়ন (৪২) ও তার ছেলে নাহিদ (৮)। মেহেদী চক ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পলাশবাড়ী থানার এসআই দেওয়ান মো. রেজাউল করিম জানান, মেহেদী হাসান গাইবান্ধা শহরে ভাড়া বাসায় থাকেন। পরিবারের সঙ্গে ঈদ করতে সকালে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।মাঠেরহাট বাজারে পৌঁছালে গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাবা ও ছেলে সড়কে ছিটকে পড়ে যায়।এসআই রেজাউল আরও জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মেহেদী হাসান মারা যান।

আহত নাহিদের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়; সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে সে মারা যায় বলে জানায় পুলিশ।এ ঘটনায় মামলা হয়েছে জানিয়ে পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা বলেন, দুর্ঘটনা পর চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।

ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিন যাত্রী। সোমবার রাতে ঝিনাইদহ-যশোর মহাসড়কের উপজেলার পিরোজপুর তিন বটতলায় এ ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান।

নিহতরা হলেন উপজেলার সাতগাছি গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী শরিফা খাতুন (৩০) ও ছিকডাঙ্গা গ্রামের আইনাল হকের ছেলে অটোরিকশা চালক আবুল কালাম (৩৫)। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।ফায়ার সার্ভিস, বারোবাজার হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার সময় বারোবাজার বাসস্ট্যান্ড থেকে অটোচালক আবুল কালাম কয়েকজন যাত্রী নিয়ে কালীগঞ্জের উদ্দেশে রওনা হন। পথে পিরোজপুর গ্রামের তিন বটতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোচালক আবুল কালাম ও যাত্রী শরিফা খাতুন ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আহত তিনজনের মধ্যে গুরুতর অবস্থায় অরো দাসকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অজ্ঞাত একটি বাসের চাপায় আবুল হোসেন তালুকদার (৫৫) নামে মোটরসাইকেল আরোহী এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার উপজেলার আহম্মদপুর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী আবুল হোসেন তালুকদার উপজেলার বালিয়া গ্রামের মৃত মাহমুদউল্লাহ তালুকদারের ছেলে। তিনি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) একজন সারের ডিলার ছিলেন।

ফরিদপুর: স্ত্রী ও দুই ছেলে-মেয়েকে নিয়ে রাজধানী ঢাকা থেকে গ্রামের বাড়ি মাদারীপুরে ফিরছিলেন লিটন মাতুব্বর। দূরপাল্লার কোনো বাসে আসন না পেয়ে তাঁরা ছোট যানবাহনে ভেঙে ভেঙে ফরিদপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ড পর্যন্ত পোঁছান। এরপর মাহিন্দ্রায় (থ্রি হুইলার) করে বাড়ির পথে রওনা দেন। এ সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মাহিন্দ্রা থেকে ছিটকে পড়ে তাঁর ১০ বছর বয়সী শিশুকন্যা তানজিলা। এতে ওই পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তার।

ডেমরা: রাজধানীর ডেমরা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সবুজ খান (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনা তাঁর বন্ধু জিহাদ হোসেন আহত হয়েছেন। সোমবার বিকেল চারটার দিকে সুলতানা কামাল সেতুর পশ্চিম পাড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করলেও পালিয়ে গেছেন চালক।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, সবুজ মোটরসাইকেলে মোড় ঘোরার সময় এ দুর্ঘটনাটি ঘটে। পেটের নিচ থেকে হাঁটু পর্যন্ত পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়।

নওগাঁ: নওগাঁর মান্দায় এলপি গ্যাসের সিলিন্ডারবাহী পিকআপের ধাক্কায় আজিজুল হক (৫২) নামের সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জুন) সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল হক নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর এলাকার বাসিন্দা। পেশাগত কারণে সপরিবারে তিনি রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় বসবাস করে সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

গাইবান্ধা: পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মেহেদী হাসান নয়ন (৪০) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে নাহিদ হাসান (১০) গুরুতর আহত হয়।মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঠেরহাট নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত মেহেদী হাসান নয়ন সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের জানিপুর গ্রামের মৃত আলহাজ্ব আতোয়ার রহমানের ছেলে। স্থানীয় ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন তিনি।

মাদারীপুর: মাদারীপুরের রাজৈরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানজিলা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তানজিলা সদর উপজেলার ঘটকচর এলাকার লিটন মাতুব্বরের মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ।