শ্রীশ্রী শংকর মঠ অফিস ভবন উদ্বোধন

শ্রীশ্রী শংকর মঠ অফিস ভবন উদ্বোধন

বরিশাল শ্রীশ্রী শংকর মঠ অফিস ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অমৃত পরিবারের অর্থায়নে ওই ভবন নির্মিত হয়েছে।

 শনিবার সকাল ১০টায় শংকর মঠে বিশেষ শিব পূজা, স্কন কর্তৃক কীর্তন, শ্রীমদ ভগবত গীতা পাঠের মধ্য দিয়ে ওই ভবনের উদ্বোধন করেন প্রজ্ঞানানন্দ ট্রাস্ট শংকর মঠের সভাপতি শ্রী রাখার চন্দ্র দে।

শংকর মঠের সভাপতি শ্রী রাখার চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে চলা শংকর মঠের উন্নয়নে ধারাবাহিকতার জন্য ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানানো হয়। আলোচনায় সকলেই জননেত্রীর সুস্বাস্থ্য কামনা করেন।

আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শংকর মঠ ট্রাস্ট সম্পাদক শ্রী বাসুদেব কর্মকার (ভাষাই), অ্যাড. তপন কুমার চক্রবর্তী, মানিক মুখার্জী কুন্ডু, শংকর মঠ পূজা কমিটির সভাপতি কিশোর কুমার দে, নারায়ন চন্দ্র দে নারু, রূপক কর্মকার, মহাশ্মাশানের সম্পাদক তমাল মালাকার, পুষ্প চক্রবর্তী, অ্যাড. অঞ্জনা রায়সহ মঠের সকল ছাত্রবৃন্দ।