একদিনেই আক্রান্ত ১৫৪১, মৃত্যু বেড়ে ৫৪৪

একদিনেই আক্রান্ত ১৫৪১, মৃত্যু বেড়ে ৫৪৪

দেশে চব্বিশ ঘণ্টায় করোনাভাইরানে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে ১ হাজার ৫৪১ জনের শরীরে।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর বুধবার সকাল আটটা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৯২ জন।

এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৪৪ জনের। আর নতুন আরও ৩৪৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন।

দেশে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.২২ শতাংশ; শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ২০.৭০ শতাংশ; মৃত্যু হার ১.৪২ শতাংশ।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বুধবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।