বরিশালে করোনা উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

বরিশালে করোনা উপসর্গ নিয়ে সোহেল মাহমুদ (৩৫) নামে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে।
গত বুধবার রাত সাড়ে ১২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কনস্টেবল সোহেল মাহমুদ।
তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং অ্যান্ড ওয়েলফেয়ারে কনস্ট্রেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাংগাশিয়া গ্রামে।
বরিশাল শের-ই-বাংলা মেডকেল কলেজের পরিচালক ডা. বাকির হোসেন দেশ রূপান্তরকে বলেন, গত বুধবার রাত ৯ টার দিকে ডায়াবেটিস, জ্বর, কাশি এবং প্রচ- শ্বাসকষ্ট নিয়ে সোহেল মাহমুদকে হাসপাতালে নিয়ে আশা হয়। দ্রুত ট্রায়া সেন্টারে পরীক্ষার পর করোনা ওয়ার্ডে ভর্তি করে ভেন্টিলেশনে পাঠানো হয়। কিন্তু অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। ওই ওয়ার্ডেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৩০ মিনিটে মারা যান তিনি।
তবে সোহেল মাহমুদ করোনা আক্রান্ত ছিলেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর পর রাত সোয়া একটার দিকে তার নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।