একাদশ শ্রেণিতে ভর্তির পঞ্চম ধাপের আবেদনের ফল প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তির পঞ্চম ধাপের আবেদনের ফল প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টায় কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে http://www.xiclassadmission.gov.bd/ পঞ্চম ধাপের ফল প্রকাশ করা হয়।
শিক্ষার্থী ও অভিভাবক ভর্তির ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড ও পাসের বছর অন্তর্ভুক্ত করে ফল দেখতে পারবেন।
জানা যায়, পঞ্চম ধাপের ফলে নির্বাচিত শিক্ষার্থীদের ২৭ ও ২৮ মার্চ (বিকেল ৫টার মধ্যে) ভর্তি নিশ্চয়ন করতে হবে।