গৌরনদীতে পিকআপ ও মোটর সাইকেলের সংঘর্ষে একজন নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী ব্রিজে ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং একজন আহত হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শফিকুল ইসলাম হাওলাদার। তিনি দুর্ঘটনাকবলিত মোটর সাইকেকেল চালক এবং কাশেমাবাদ মহল্লার ইউনুস হাওলাাদারের ছেলে। দুর্ঘটনায় এরশাদ বেপারী নামে এক আরোহী গুরুতর আহত হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব রহমান জানান, সকাল ১০টার দিকে কাশেমবাদ থেকে মোটর সাইকেল যোগে শফিকুল ও এরশাদ গৌরনদী সদরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে আশোকাঠী ব্রিজ অতিক্রমকালে বিপরিতমুখি একটি পিকাপের সাথে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলের একজন আরোহী ঘটনাস্থলে নিহত এবং আরেকজন আহত হয়।
খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন।